As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6222

প্রশ্ন

আস-সালামু আলাইকুৃম। আমার যখন দেড় বছর বয়স, তখন আমার মা মারা যান। তারপর আমার বাবা আমার খালাকে বিয়ে করেন। আমি যখন বড় হই, তখন জানতে পারি আমার মা মারা যাবার পরে খালাকে বিয়ে করেন। ছোটবেলা থেকেই আমার সাথে কোনো ভালো আচরণ করেন নাই আমার বাবা মা। খারাপ ব্যবহার করেন এরপর পারিবারিক চাপে আমি আমার আত্মীয়দের বাসায় যেয়ে থাকা শুরু করি, পড়াশোনা করি কোনরকমে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হই। তারপর ধৈর্য্যহারা হয়ে সম্পর্ক করে লুকিয়ে বিয়ে করি ৫ বছর আগে, ৩ বছরের মেয়ে আছে। মেয়ে হওয়ার পর থেকে আমাদের হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে কোন ভালো সম্পর্ক ছিলো না। আমাদের মধ্যে কোনো শারীরিক

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তিন তালাক দেওয়ার কারণে আপনার সঙ্গে আপনার স্বামীর চিরদিনের জন্য বিচ্ছেদ হয়ে গেছে। সুতরাং তার সাথে সংসার করার কোন সুযোগ নেই। আপনি মোহরানা পাবেন। মেয়ের সকল খরচ আইনগতভাবে বাবার উপর। প্রয়োজনে আদলতের মাধ্যমে মিমাংসা করে নিতে হবে। নিজের বাবা-খালা আপনার সাথে যে ব্যবহা করছে তা দু:খজনক। এখন বাকী জীবন ভাল থাকার জন্য যা করা দরকার সেগুলো আপনাকে করতে হবে।