আস-সালামু আলাইকুৃম। আমার যখন দেড় বছর বয়স, তখন আমার মা মারা যান। তারপর আমার বাবা আমার খালাকে বিয়ে করেন। আমি যখন বড় হই, তখন জানতে পারি আমার মা মারা যাবার পরে খালাকে বিয়ে করেন। ছোটবেলা থেকেই আমার সাথে কোনো ভালো আচরণ করেন নাই আমার বাবা মা। খারাপ ব্যবহার করেন এরপর পারিবারিক চাপে আমি আমার আত্মীয়দের বাসায় যেয়ে থাকা শুরু করি, পড়াশোনা করি কোনরকমে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হই। তারপর ধৈর্য্যহারা হয়ে সম্পর্ক করে লুকিয়ে বিয়ে করি ৫ বছর আগে, ৩ বছরের মেয়ে আছে। মেয়ে হওয়ার পর থেকে আমাদের হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে কোন ভালো সম্পর্ক ছিলো না। আমাদের মধ্যে কোনো শারীরিক