জ্বী, আপনি দোষী হবেন। দান করার নিয়তে ব্যাংকে টাকা রেখে সুদ নেওয়ার কোন বৈধতা নেই। যদি টাকার হেফাজতের জন্য সুদভিত্তিক ব্যাংক ছাড়া আর কোন উপায় না থাকে সেক্ষেত্রে কেবল সেখানে টাকা রাখা যেতে পারে, তখন যে সুদ আসবে সেগুলো সওয়াবের নিয়ত ছাড়া দান করতে হবে। সুদমুক্ত ব্যাংক থাকা অবস্থায় কোনক্রমেই সুদি ব্যাংকে লেনদেন করা যাবে না।
সুদভিত্তিক ব্যাংকে টাকা রাখার অর্থ হলো হারাম কাজে তাদের সহযোগিতা করা। এই সহযোগিত নিষিদ্ধ। নিষিদ্ধ-হারাম কাজের মাধ্যমে দান করার দরকার নেই। আল্লাহ তায়ালা বলেছেন,ولا تعاونوا على الإثم والعدوان মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২।