ওয়া আলাইকুুমুস সালাম। যাদে হক মেরেছেন তাদের সন্ধান যদি আপনার কাছে থাকে তাহলে যে কোন উপায়ে তাদের হক তাদের ফিরিয়ে দিতে হবে। ফেতনা হবে বলে বসে থাকলে হবে না, কৌশল বের করে ফেরত দিতে হবে।
যাদেরকে খুঁজে পাবেন না, তাদের নামে সদকা করবেন। সেক্ষেত্রে আপনার অসহায় বোনকেও দিতে পারবেন।