জ্বী, হারাম হবে। আপনি কোম্পানীর কর্মী, কোম্পানী যে দামে বিক্রি করতে বলে আপনি সে দামে বিক্রি করবেন। কোম্পানীর দামের বাইরে আপনার টাকা নেয়ার কোন সুযোগ নেই। আপনি যদি কোম্পানীর চাকুরী না করে কোম্পানী থেকে ১০০০ টাকা কিনে এনে ১২০০ টাকায় বিক্রি করেন তাহলে সেটা ব্যবসা হিসেবে জায়েজ।