ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6204
আস-সালামু আলাইকুম। আমার এক পরিচিত ভাই গত ৪-৫ বৎসর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। অনেক চিকিৎসার পর বর্তমানে উনি মানসিকভাবে মোটামুটি সুস্থ। তবে সম্ভবত ঔষুধের পার্শপতিক্রিয়ায় উনি বর্তমানে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ। উনার শরীর প্রায় প্যারালাইজড হয়ে গেছে। তাই উনি রোযা রাখতে পারছেন না। উনার বয়স ৩০ বছরের আশেপাশে। আমার প্রশ্ন হচ্ছে এমতবস্তায় উনার পরিবারকে কি ফিদইয়াহ আদায় করতে হবে?
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, যদি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে ফিদইয়াহ দিতে হবে। আর সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে ফিদইয়াহ দিবে না, সুস্থ হওয়ার পর পরবর্তীতে রোজা কাজা করবে।