ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6203
আমার নিকটাত্মীয় বেশিরভাগই আমাকে পছন্দ করে না। সেক্ষেত্রে আমি চাই তাদের থেকে দূরত্ব বজায় রাখতে। এখন এই কারনে কি আমার গুনাহ হবে?
কী কারণে বেশীরভাগ মানুষ আপনাকে পছন্দ করেন না, সেই কারণ আগে দূর করুন। দূরত্ব বজায় রাখার কিছু নেই। তাদের প্রতি আপনর দায়িত্ব আপনি পালন করবেন। স্বাভাবিক চলাফেরা করবেন।