As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6144

হজ্জ

প্রকাশকাল: 25 Nov 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার বাবা প্রায় সাত আট বিঘা সম্পত্তির মালিক। তাঁর একটা পাকা টিনসেড ইটের বাড়ি আছে গ্রামে। এই বাড়িতেই আমি আমার স্ত্রী, ছেলে মেয়ে, ও বাবা মাকে নিয়ে বসবাস করি। এছাড়াও নওগাঁ শহরে আমার বাবার কেনা প্রায় সাড়ে চার কাঠা পরিমাণ একটি জমি আছে, যার মূল্য প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা। কিন্তু জমিটি আমাকে ও আমার বোনকে দিয়ে দিয়েছেন।

তবে কাগজ পত্র এখনো আমার আব্বা আম্মার নামেই আছে। সব চিন্তা ভাবনা করে আমার আব্বা হজে যাওয়ার নিয়ত করেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। প্রায় দুই লাখ টাকাও দেয়া হয় যার মাধ্যমে হজে যাবেন সেই ক্বারী হুজুর কে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালে এবং আমার আব্বার বয়স প্রায় ৭৫ হওয়ার কারণে ২০২২ সালে হজে যেতে পারেননি।

এখন এই বছর অর্থাৎ ২০২৩ সালে আমার আব্বা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করছেন। তাই তিনি হজে যেতে চাচ্ছেন না। তাই আমার প্রশ্ন, যদি আব্বা পূর্ণাঙ্গ হজে না গিয়ে উমরাহ পালন করলে কি আব্বার হজ আদায় হবে? যেহেতু তিনি শারীরিকভাবে এবং তারচেয়েও বেশি মানসিকভাবে দুর্বল। আশাকরি আমার প্রশ্নের উত্তর দিবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না।, হজ্বে না গিয়ে উমরা করলে হজ্জের ফরজ আদায় হবে না। আপনর বা অন্য কাউকে আপনার আব্বার বদলী হিসেবে হজ্ব করতে হবে যদি তিনি হজ্ব পালনে অক্ষম হন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।