আস-সালামু আলাইকুম, শায়খ, আমার বিবাহর পরে জানতে পারি আমার শ্বশুর বাড়ির লোকজন বিদাত এবং শিরক এর সাথে জড়িত তারা মাজার পূজারী এবং রীতিমতো তারা মাজারে সেজদা করে, বিশেষ করে আমার শ্বশুর এবং শাশুড়ি, আমি তাদের গত ১০ বছর যাবত বোঝানোর পরও তারা সেই পথ থেকে সরে আসেনি। এবং আমার বিবাহের 10 বছরে আমি কখনও দেখিনি আমার শ্বশুর শুক্রবারে জুমার নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার স্ত্রীকে বুঝাতে সক্ষম হয়েছি এবং আল্লাহর রহমতে এখন সে নিয়মিত নামাজ, রোজা ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং সকল প্রকার বেদআত ও যাবতীয় শেরেকি কাজকর্ম ও মাজার পূজা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।