আস-সালামু আলাইকুম, আমি একটা বিষয় নিয়ে দু:শ্চিতায় ভুগছি। আমি একজন ছাত্র এবং মেসে থাকি পাশাপাশি চাকরি করি। আমি নিয়মিত নামায আদায় করি সময় পেলে জিকির আযগার করি। গতকাল হুট করে আমার রুমমেট আমাকে ডেকে বলল যে তোমার রাতে ঘুমের অসুবিধা হয় কি? বললাম না উনি বললেন যে তাহলে রাতে ঘুমের মধ্য তুমি কান্না করো + চিৎকার বা গঙরাও কেন আনুমানিক রাত ৩-৪টা? আমি শুনে অনেক অবাক হয়েছি। আমি গুগল করেছিলাম এই বিষয়ে যে শুধু আমি এমন ভুক্তভোগী নাকি আরো অনেকে আছে কারণ এতদিন ছিল না হুট করে ৩/৪দিন ধরে কেন? জানতে পারলাম যে ব্যস্ততা জীবনে নিজেকে সময় দিতে না