As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6128

প্রশ্ন

অনেক পূর্ণ কুরআন বাংলা অনুবাদ বই আছে, সেগুলো অযু ছাড়া স্পর্শ করা এবং পড়া যাবে কি? কোন আরবী হরফ নেই।

উত্তর

না, এগুলো পড়াই যাবে না। ওযু করেও পড়া যাবে না। আরবী হরফ বাদে কুরআন ছাপানো যাবে না। বিভিন্ন ধর্মগ্রন্থ বিকৃতির কারণ হলো মূল হরফ বাদ দিয়ে শুধু অনুবাদ প্রচার করা। আরবী হরফ বাদে ছাপালে কুরআনেরও বিকৃতি করা সহজ হবে। সুতরাং কোন ভাবেই আরবী হরফ ছাড়া কুরআন পড়া যাবে না, ছাপা যাবে না।