আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6127

শিরক-বিদআত

প্রকাশকাল: 8 নভে. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি ভাল আছেন আপনি। সাধারণত আমি মানুষের সাথে কথা বলা শেষে একটা কথা বলি যে “ভালো থাকুন “অথবা” ভালো থাকবেন”। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে এই ধরনের কথা বলা ঠিক না। বলা উচিৎ আল্লাহ আপনাকে ভাল রাখুক। এখন এটা জানার পরে আমি আর পূর্বের মতো ওভাবে বলি না। আমার প্রশ্ন হল পূর্বে এরকম কথার ফলে আমি কি শিরক করেছিলাম? (শিরক আজগর)। “ভালো থাকুন ” অথবা ” ভালো থাকবেন” এই কথাগুলো বলেছিলাম নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে। কেননা আমরা যদি ঠিকমত খাবার না খাই নিজের শরীরে যত্ন না নেই নিজের পরিচর্যা না করি তাহলে আমরা ভালো থাকতে পারবো না। আমি ঐসেন্স থেকে এভাবে কথা বলতাম যে ভালো থাকুন অথবা ভালো থাকবেন। আমি এটা দ্বারা তাদেরকে নিজের প্রতি যত্ন নিতে বলছিলাম শুধুমাত্র। তবে এই কথা আমি ভালোভাবেই জানতাম এবং বিশ্বাস করতাম যে, আল্লাহতালার রহমত এবং ইচ্ছা ছাড়া কেউ ভালো থাকতে পারে না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, শিরক হয় নি। তবে দুআ হয় এমন বাক্য বলবেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ ভাল রাখুন, এভাবে দুআ করতে হয়।