আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6124

নামায

প্রকাশকাল: 5 নভে. 2022

প্রশ্ন

Assalamualaikum হুজুর। আমি শুনেছি নামাজের মধ্যে সিজদাহ তে কিছু দোয়া করা ভালো। আমার প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে সিজদাহ তে মনের কোনো ইচ্ছা/ চাওয়া আল্লাহ কে বলা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. অনেক দুআ শিখিয়ে গেছেন। হাদীসে ও কুরআনে অনেক দুআ এসেছে। এসব দুআ থেকে প্রয়োজনমত আপনি সাজদাতে পাঠ করবেন। মনের যে ইচ্ছাগুলো যে দুআর মধ্যে পাবেন সেগুলো পাঠ করবেন।