আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6122

হালাল হারাম

প্রকাশকাল: 3 নভে. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শাইখ। আমার একটি প্রশ্ন ছিলো। মদ, গাঁজা ও সকল নেশাজাতীয় পন্য ইসলামে হারাম করা হয়েছে কারন এগুলো সেবনে মানুষ নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। তাই এগুলো হারাম। এখন যদি কেউ এগুলো সেবন করে এবং তার ভারসাম্য ঠিক থাকে, তাহলেও কি এটা হারাম হিসাবে গন্য হবে? ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এগুলো হারাম। ভারসম্য ঠিক থাকলেও হারাম, না থাকলেও হারাম।