আস-সালামু আলাইকুম প্রিয় শায়েখ আমি আপনার কাছে ২ টি বিষয়ে অসিয়ত চাচ্ছি: আমি আমার নিজের মধ্যে খুব অহংকার অনুভব করি। যখন আমি রাস্তা দিয়ে হাটি, একটা ভালো পোশাক পড়ি তখন নিজেকে খুব সুন্দর, স্মার্ট এবং অন্যদের থেকে কেমন জানি আলাদা (ভদ্র সমাজের লোক) বলে মনে হয়। যখন কারো সাথে কথা বলি তখন নিজেকে খুব জ্ঞানী আর বড় মনে করি ইত্যাদি। আমি রাসূলুল্লাহ সাঃ এর অহংকারের পরিনতি সম্পর্কে কিছু হাদিস শুনেছি। আমি অহংকার থেকে বেচে থাকার চেষ্টা করছি কিন্তু পারছি না, এগুলো অটমেটিক আমার মধ্যে চলে আসতেছে। এখন আমি কি করতে পারি, অহংকার থেকে বেছে থাকতে রাসূলুল্লাহ সাঃ এর কোনো হাদিস