আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6109

সুদ-ঘুষ

প্রকাশকাল: 21 অক্টো. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একটি বিকাশের দোকানে ক্যাশ আউট এর জন্যে গেলে তিনি আমাকে বললেন যে আপনি এই নাম্বার এ সেন্ড মানি করুন। তারপর উনি যেখানে ক্যাশ আউট এর জন্যে ২০০০ এ ৪০ টাকা লাগে সেখানে আমাকে ২০৩০ টাকা সেন্ড মানি করতে বলেন।আমি তা করলে তিনি আমাকে ২০০০ টাকা দেন। এটা কি সুদের মধ্যে পড়বে? এটা যদি সুদের মধ্যে পড়ে তাহলে এখন আমার করনীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, সুদের মধ্যে পড়বে না। আপনার টাকা তুলতে ৩০ টাকা খরচ হবে, তাই তিনি ৩০ টাকা নিয়েছেন।