As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6108

বিবাহ-তালাক

প্রকাশকাল: 20 Oct 2022

প্রশ্ন

Assalamualaikum আমি ইন্ডিয়া থেকে বলছি। আমার বয়স 19 বছর। আমি নিজের চরিত্র রক্ষার জন্য বিবাহ করতে চাই। আমি যদি বিবাহ না করি আমার পক্ষে খারাপ কাজ হয়ে যাচ্ছে। কিন্তু পরিবার এ বিবাহ এর জন্য বললে কেউ মেনে নিবেন না। এমন অবস্থায় নিজেকে ঠিক রাখার জন্য নিজে থেকে শুধু বিবাহ করতে পারি? মানে পালিয়ে নয়। শুধু নিজেরা বিবাহ করে রেখে স্ত্রীও নিজের বাড়িতে থাকবে আমিও নিজের বাড়িতে থাকবো। আমি পড়াশোনা করবো। শুধু নিজের চরিত্র চরিত্র রক্ষার জন্য বিবাহটা। বাড়িতে কোনোরকম ডিষ্টার্ব হতে দেবো না। নিজের বাড়িতেই থাকবো। শুধু চরিত্র ঠিক রাখার জন্য। আমি সবরকম খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করব ইনশাআল্লাহ। আমাকে এমন অবস্থায় বিবাহের জন্য একটু সাহায্য করেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আপনাকে ইসলামের পথে অটুট রাখুন।এভাবে বিবাহ করতে কোন সমস্যা নেই। তবে মেয়ে পক্ষ যেন বিয়ের বিয়টি জানে। আল্লাহ আপনাকে সকল ফিতনা থেকে হেফাজত করুন।