আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6107

জায়েয

প্রকাশকাল: 19 অক্টো. 2022

প্রশ্ন

একটি বোতলে জমজমের পানি সংরক্ষণ করা ছিল দীর্ঘদিন, কিন্তু খেয়াল ছিল না। অনেকদিন থাকার কারনে ধুলা-ধুলা গন্ধ হয়ে গিয়েছে। এখন এই পানি ফুটিয়ে পান করা কী যায়েজ হবে?

উত্তর

যদি নাপাক কোন কিছু না পড়ে তাহলে খাওয়াতে অসুবিধা নেই।