আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6088

জায়েয

প্রকাশকাল: 30 সেপ্টে. 2022

প্রশ্ন

মসজিদে নামাজ শুরু হয়ে গেলে কি সামনে দিয়ে যাওয়া যাবে? -আবদুস সালাম, ঢাকা

উত্তর

নামায আদায় করছে এমন ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না। মসজিদে বা যেখানেই নামায আদায় করুক, হুকুম একই।