আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6087

নামায

প্রকাশকাল: 29 সেপ্টে. 2022

প্রশ্ন

আমার অনেক ঠান্ডার সমস্যা, সবসময় হাচি, কাশি লেগেই থাকে। ছোট থেকেই আমার অনেক শাসকস্টের সমস্যা। প্রতেক দিন ইনহেলার ব্যবহার করতে হয়। এবং হাচির জন্য ওসুধ খাই। তাও অইভাবে নিয়ন্ত্রণে আসে না। শীত কালে ঠান্ডার জন্য আমি ফজরের এবং এশার নামাজের সময় তাইয়ুম করি। গরম পানি ব্যাবহার করলেও অনেক হাছি দেই। একসাথে ১০/১৫ টা এমন। এই অবস্থায় আমার নামাজ কবুল হবে কিনা। সব সময় খুব সংকোচ হয়।

উত্তর

জ্বী, অসুস্থতা বৃদ্ধি পেয়ে তীব্র আকার ধারণ করার আশঙ্কা থাকলে তায়াম্মুম করা বৈধ। সুতরাং শীতে গরম পানি দিয়ে ওযু করলেও যদি বেশী সমস্যা হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। চেষ্টা করবেন মাগরিবের নামাযের ওযু দ্বারা এশার নামায আদায় করতে।