As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6039

বিবিধ

প্রকাশকাল: 12 আগস্ট 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দুই বছরেরও বেশী হবে আমি দীনের পথে চলার চেষ্টা করছি এবং এখনো এর উপরেই আছি। কিন্তু আমার এই হঠাৎ পরিবর্তনের জন্য এই দুই বছরে আমি অনেকের কাছেই অনেক কথা শুনেছি এমনকি নিজের পরিবারের কাছেও অনেক কিছুই শুনতে হয়েছে। এবং এভাবে দীনের পথে চলতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার স্বীকার হতে হয়েছে এবং এখনো হচ্ছি। আমি একটা বিষয় উপলব্ধি করতে পারছি যে এভাবে এত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে চলতে থাকলে হয়তো আমার কোনো না কোনো সময় দীনের পথ থেকে বিচ্যুত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি আল্লাহর প্রতি আমার এই আনুগত্য থেকে কখনোই বিচ্যুত হতে চাই না যতই প্রতিবন্ধকতা আসুক না কেন। এবং আমি আরো একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করতে পারছি যে এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে নিজেকে মুক্ত রাখতে হলে আমাকে অবশ্যই দীনের জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আমার দীনের জ্ঞান অর্জন করার প্রবল আগ্রহ আছে। কিন্তু দীনের জ্ঞান অর্জনের জন্য আরবি ভাষা জানা খুবই প্রয়োজন। আর যেহেতু আমি একজন জেনারেল শিক্ষিত এবং একই সাথে একজন চাকুরীজীবি। তাই আমার পক্ষে আরবি ভাষা শিখে জ্ঞান অর্জন করাটা খুবই কষ্টকর। কারন এর জন্য যথেষ্ট সময় ও শ্রম দেওয়া সবসময় আমার পক্ষে সম্ভব হবে না। আর এজন্য আমি চাই আমার অবসর সময়ে আরবি ভাষার পরিবর্তে নিজের ভাষায় জ্ঞান অর্জন করতে। সুতরাং আমি যদি সঠিক বিষয় উপলব্ধি করতে পারি তাহলে আপনারা আমাকে জ্ঞান অর্জন করার জন্য পরামর্শ প্রদান করবেন। কীভাবে আমি আমার অবসর সময়ে নিজের ভাষায় জ্ঞান অর্জন করতে পারব সে বিষয়ে। আর যদি এর চেয়েও উত্তম কিছু থাকে তাহলে সেটিও আমাকে জানাবেন। যাতে করে আমি আল্লাহর আনুগত্যে নিজেকে বিচ্যুত হওয়া রক্ষা করতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাশা আল্লাহ। আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুন। বর্তমানে বাংলা ভাষায় ব্যাপকভাবে ধর্মীয় বই বের হচ্ছে। তাফসীর, হাদীস এবং অন্যান্য সকল বিষয়ে বাংলাতে বই পাওয়া যাচ্ছে। আপনি একটি তাফসীর সংগ্রহ করুন। হাদীসের বই যেমন, রিয়াদুল সালেহীন, এটা ব্যাখ্যাসহ যেটা পাওয়া যায় সেটা সংগ্রহ করুন। আকীদা, দুআ যিকির, সুন্নাত-বিদআত ইত্যদি বিষয়ে জানতে আস সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইগুলো পড়া শুরুর করুন। প্রয়োজনে 01762629405 নাম্বারে যে কোন দিন এশার পর ফোন করবেন।