আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6038

হাদীস

প্রকাশকাল: 11 আগস্ট 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি সবসময় মাথা না ঢেকে খাবার খাই। আমার এক রুমমেট যিনি আমার চেয়ে বয়সে বড় এবং তিনি তাবলীগ জামাতের সাথে সংযুক্ত আছেন আর তিনি সুন্নাহ পালনে অধিক আগ্ৰহী। একদিন তিনি আমাকে মাথা না ঢেকে খাবার খেতে দেখে তার নিজের একটি টুপি আমাকে দিয়ে বলেন মাথা ঢেকে খাবার খাওয়া সুন্নাত। আরো বলেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত জিন্দা করবে তার জন্য রয়েছে ১০০ শহীদের সওয়াব। সত্যি কী হাদীসে এরকম কিছু বলা হয়েছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, মাথা ঢেকে খাবার খাওয়া সুন্নাত, এটা বলা যাবে না। এই মর্মে কোন দলীল নেই। তবে মাথা ঢেকে রাখলে কোন সমস্যা নেই। ১০০ শহীদের সওয়াব পাওয়ারও হাদীসটিও যয়ীফ।