As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 595
ইসলামে হিজরাদের অধিকার ও করতব্য?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 595

প্রশ্ন

ইসলামে হিজরাদের অধিকার ও করতব্য?

উত্তর

মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ও জীন জাতীকে সৃষ্টি করার পাশাপাশি তাদের কর্মের হিসাব নিকাশের কথা ও বলেছেন। যার কর্ম ভাল, মহান আল্লাহ তাকে জান্নাত প্রদান করবেন। আর যার কর্ম মন্দ তাকে জাহান্নামে শাস্তি করবেন। এ কথা তো সকলের জানা হিজড়ারা মানুষ। মানুষ মাত্রই তার আখারাতে হিসাব -নিকাশ হবে। হিজড়াদের মধ্যে যার পুরুষের দিকটা প্রবল তাকে পুরুষ হিসেবে ধরা হবে, আর যার মাঝে মহিলার দিকটা প্রবল তাকে মহিলা হিসেবে ধরা হবে। এর উপর ভিত্তি করে তারা যাবতীয় ইসলামের বিধি-বিধান পালন করবে। আর এ বিষয়ে ভালভাবে জানার জন্য দক্ষ ডাক্তারের পরামর্শ জরুরী। মানুষ হিসেবে হিজড়ারা এমন সকল অধিকার ভোগ করবে, যা অন্য সকল মানুষ ভোগ করে।