As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 594
আসসালামু আলাইকুম স্যার যেনা থেকে বাচার কোন দুয়া আছে। আমি এক হাদিস শুনেছিলাম। এক তরুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম এর কাছে এসে বলেছিলেন উনি যেন যেনার অনুমতি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম তাকে যেনার ফলাফল বুঝিয়ে দেন এবং একটি দুয়া শিখিয়ে দেন। আমি অই দুয়াটা জানতে চাচ্ছিলাম। আপনি বাংলা

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 594

প্রশ্ন

আসসালামু আলাইকুম স্যার যেনা থেকে বাচার কোন দুয়া আছে। আমি এক হাদিস শুনেছিলাম। এক তরুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম এর কাছে এসে বলেছিলেন উনি যেন যেনার অনুমতি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম তাকে যেনার ফলাফল বুঝিয়ে দেন এবং একটি দুয়া শিখিয়ে দেন। আমি অই দুয়াটা জানতে চাচ্ছিলাম। আপনি বাংলা কিংবা আরবিতে বলে আমি মুখস্ত করে নিতাম। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। রাসুলুল্লাহ সা.এর নিকট যে যুবক এসেছিল,রাসুল সা. তাকে যেনার ফলাফল বলার পাশাপাশি তার জন্য দোয়া করছিলেন। দোয়াটি ছিল: اللهم اغفر ذنبه وطهر قلبه وحصن فرجه মুসনাদ আহমাদ, হাদীস নং ২২২৬৫। শায়খ শুয়াইব আরনাউত বলেছেন, হাদীসটির সনদস সহীহ।এই দোয়াটি যদি আপনি নিজের জন্য করতে চান তাহলে এই ভাষায় করবেনঃ ا للهم اغفر لي ذنبي وطهر قلبي وحصن فرجي আল্লাহুম্মাগফির লি যানবী ওয়া তহহির কালবী ওয়া হাছছিন ফারজী। অর্থঃ হে আল্লাহ!তুমি আমার গুনাহ ক্ষমা কর,আমার অন্তরকে পবিত্র কর এবং আমার গোপন অংগকে হেফাজত কর।