As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5945

যিকির দুআ আমল

প্রকাশকাল: 10 মে 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার নাম ইমন। আমি ঢাকার কল্যাণপুরে (নিজস্ব ফ্ল্যাটে) বসবাস করছি। গত ২-৩ বছর যাবত আমার, আমার ফ্যামিলি ও আমার বাসার পিছনে শত্রু লেগে আছে। গত ২-৩ বছর যাবত জাদু-টোনা, বান মারা এইসব এর মাধ্যমে তারা আমার বাসার পরিবেশটাই নষ্ট করে দিছে। আমি ও আমার আম্মু প্রায়ই অসুস্থ থাকি। তার উপর বাসায় জিনের উৎপাত তো লেগেই আছে। কোনভাবেই এইসব নির্মূল করা যাচ্ছে না। শুনেছি সূরা ফালাক ও নাস ফজরের নামাজের পরে আমল করলে এইসব সমস্যা দূরীভূত হয়। এখন সমস্যা হচ্ছে এই আমল কীভাবে করতে হয় জানি না। সুতরাং আমি জানতে চাই এই আমল ফজরের নামাজের পরে কীভাবে করবো যাতে করে এইসব অসুবিধা দূরীভূত হয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সূরা ইখলাস, ফালাক ও নাস ফজরের নামাযের পর এবং মাগরিবের নামাযের পর তিন বার করে পড়বেন। শুধু পড়তে হবে। সাথে আরো কিছু দুআও পড়তে পারেন। এই সংক্রান্ত দুআ শেখার জন্য “রাহে বেলায়াত” বইটি সংগ্রহ করবেন। বইয়ের জন্য প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করবেন 01715400640