আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5944

যিকির দুআ আমল

প্রকাশকাল: 9 মে 2022

প্রশ্ন

মুহতারাম, আসসালামু আলাইকুম, হাসীসে আছে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর পঠিত দরুদ ও সালাম তার কাছে পৌছানো হয় এবং তিনি (সল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম) সালামের জবাব দেন। আমার প্রশ্ন হলঃ আমি যদি “আল্লাহুম্মা সল্লী ওয়া সাল্লীম আলা নাবীয়্যিনা মুহাম্মাদ” এ ভাবে দরুদ ও সালাম একসাথে পাঠায় তাহলে সুন্নাহ সম্মত হবে কি না এবং রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম আমার সালেমর জবাব দিবেন কিনা। যদি উপরিউক্ত দরুদ ও সালাম বিশুদ্ধ না হয় তাহলে ছোট কোন দরুদ ও সালাম দলীল সহ জানাবেন ইনশাআ্লাহ।উল্লেখ্য আমি রাহে বেলায়েত এবং এহয়ায়ুস সুনান গ্রন্থের দরুদ অধ্যায়গুলো পড়েছি কিন্তু আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি ছোট কোন দরুদ ও সালাম আমার সারাক্ষন যিকির করা উচিত ।কারন অধিক সংখ্যক দরুদ ও সালাম পাঠানোর জন্য আমি সংক্ষিপ্ত দরুদ ও সালাম পাঠ করতে আগ্রহী। আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার পেরেশানী লাঘব করবেন ইনশাআল্লাহ।যাযাকাল্লাহু খয়রন।

উত্তর

জ্বী, “আল্লাহুম্মা সল্লী ওয়া সাল্লীম আলা নাবীয়্যিনা মুহাম্মাদ” পড়লে সালাত (দরুদ)-সালাম আদায় হবে। এটা আপনি পড়তে পারেন।