ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5921
ওয়া আলাইকুমুস সালাম। বাংলাদেশে দুয়েকটা ব্যতিক্রম বাদে বৌ আর শ্বাশুড়ির মধ্যে মিল থাকে না। উভয়ে এক স্থানে থাকলে এরকম গীবত তারা করে বেড়াবে, এটাও অনাকাঙ্খিত সত্য। সুতরাং এটা নিয়ে খুব বেশী বিচলিত হওয়ার দরকার নেই। প্রতিবেশীরা যখন মায়ের কথায় প্রভাবিত হয়ে বৌয়ের নামে আপনার কাছে অভিযেগ করবে, তখন আপনি উপরের কথাটায় বলবেন যে, বৌ-শ্বাশুড়ী একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করবেই, তার কোন কালে একে অন্যকে ভাল বলে না, একে অন্যের সাধে ভাল আচরণ করে নি, কোন কালে করবেও না সুতরাং কারো কথায় কান দেয়ার দরকার নেই। তাদেরকে তাদের পরিবার নিয়ে থাকতে বলবেন, অন্যের দিকে নযর না দিয়ে নিজেদের দিকে নজর দিলে সেটা কল্যানকর হবে। যদি অবস্থা বেশী বেগতিক হয়, তাহলে বৌকে নিয়ে আলাদা বাসায় থাকবেন, মায়ের প্রয়োজনীয় খোঁজ নিবেন।