ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5920
ওয়া আলাইকুমুস সালাম। আপনি সকল ফরজ ও ওয়াজিব ইবাদতগুলো যথাযথভাবে পালন করবেন। সুন্নাত ও নফল আমলগুলোর প্রতি গুরুত্ব দিবেন। প্রতিদিন কুরআন তেলাওয়াত করবেন, অধিক পরিমাণে করার চেষ্টা করবেন। এই দুআটি সকাল-সন্ধ্যা এবং অন্যান্য সময় পরিমাণে পাঠ করবেন।
يا حي يا قيوم برحمتك أستغيث، أصلح لي شأني كله، ولا تكلني إلى نفسي طرفة عين
অর্থ- হে চিরঞ্জীব! হে অবিনশ্বর। আমি তোমার করুণার অসীলায় ফরিয়াদ করছি। তুমি আমার সকল বিষয়কে সংশােধন করে দাও। আর চোখের এক পলক বরাবরও আমাকে আমার নিজের প্রতি সােপর্দ করে দিও না। আলমুসতাদরক হাকীম, হাদীস নং ১৮৭৫।