আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5909

বাতিল ফিরকা

প্রকাশকাল: 4 এপ্রিল 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ; কাউকে নিয়ে কোনো আলোচনা হচ্ছিল/হলো বা কারোর কথা এইমাত্র বলা হলো এবং তার কিছু পরেই যদি উদ্দেশ্য ব্যক্তি সেখানে উপস্থিত হয় বা তার কোনো কল আসে তাহলে গ্রামের মানুষেরা সচরাচর বলে থাকে যে “তোমার তো হায়াত বেড়ে গেল, একটু আগেই তোমার কথা হচ্ছিল!” আমি ছোটবেলা থেকেই আমার আত্মীয় এবং পাড়া প্রতিবেশী এমনকি আমার পরিবারের মানুষদের এমন বলতে দেখেছি এবং শুনেছি। স্বভাবতঃই আমিও অনেকবার এমনটা বলেছি। এখন আমার মনে হচ্ছে এটা ঠিক করিনি বা করছি না এবং গুনাহ্ করেছি বলে মনে হচ্ছে। এব্যাপারে কোরআন-সুন্নাহ্ কি বলে তা স্পষ্ট করলে উপকৃত হব। জাযাকাল্লাহু খায়রান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কারো আলোচনার পর সে আসলে তার হায়াত বৃদ্ধি পায় মর্মে যে কথা প্রচলিত আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। সামনে থেকে আর এই বাতিল কথা বলবেন না। অতীতের জন্য আল্লাহ আমাদের সকলে ক্ষমা করে দিন।