আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5895

পবিত্রতা

প্রকাশকাল: 21 মার্চ 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি অনেককেই দেখি যে তারা উযু শেষ করে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে এবং কালিমা শাহাদাত পাঠ করে। কিন্তু আমি উযু শেষ করে এরকম কিছু না করে শুধুমাত্র কালিমা শাহাদাত পাঠ করি এবং ” আল্লা-হুম্মাজ‘আলনী মিনাত্ তাওয়াবীনা ওয়াজ‘আলনী মিনাল মুতাতাহ্‌হিরীন। ” এই দুআ পাঠ করি। দয়া করে উযু শেষ করে কোন দুআ পাঠ করতে হবে এ বিষয়ে সুন্নাত কি সেটা জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করার প্রয়োজন নেই, শুধু কালিমা শাহাদাত পাঠ করলেই হবে। আর “আল্লা-হুম্মাজ‘আলনী মিনাত্ তাওয়াবীনা ওয়াজ‘আলনী মিনাল মুতাতাহ্‌হিরীন।” পাঠ করাও সহীহ হাদীসসম্মত। যে কোন একটি পড়া যেতে পারে আবার উভয়টিই পড়া যেতে পারে। উভয়টি এক সাথে পড়লে সওয়াবা বেশী পাবেন। বিস্তারিত জানতে দেখুন “রাহে বেলায়াত” বইটি।