ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5895
ওয়া আলাইকুমুস সালাম। আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করার প্রয়োজন নেই, শুধু কালিমা শাহাদাত পাঠ করলেই হবে। আর “আল্লা-হুম্মাজ‘আলনী মিনাত্ তাওয়াবীনা ওয়াজ‘আলনী মিনাল মুতাতাহ্হিরীন।” পাঠ করাও সহীহ হাদীসসম্মত। যে কোন একটি পড়া যেতে পারে আবার উভয়টিই পড়া যেতে পারে। উভয়টি এক সাথে পড়লে সওয়াবা বেশী পাবেন। বিস্তারিত জানতে দেখুন “রাহে বেলায়াত” বইটি।