হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাকালতুযহ ওয়াজ হুয়া রাব্বুল আরশিল আজিম। এই দোয়াটা কি সহি নাকি জাল জানাবেন ইনশাআল্লাহ
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5894
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাকালতুযহ ওয়াজ হুয়া রাব্বুল আরশিল আজিম। এই দোয়াটা কি সহি নাকি জাল জানাবেন ইনশাআল্লাহ
এটা কুরআন শরীফের আয়াত। সূরা তাওবা, আয়াত ১২৯। [আবু দারদা রা. বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধায় এই আয়াতটি ৭বার পাঠ করবে আল্লাহ তার দুশ্চিন্তা, উৎকন্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ৫০৮১। হাদীসটিকে জাল বলা যাবে না, হাদীসটির সনদ গ্রহণযোগ্য। শায়খ শুয়াইব আরনাউত রহি,ও শাায়খ আলবানী রহি. বলেছেন, হাদসটির রাবীগণ ছিকাহ তথা বিস্বস্ত।