আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5880

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 মার্চ 2022

প্রশ্ন

প্রশ্ন: আমার বোনের বিয়ে হয় রেজিস্ট্রী করে। স্বামী তাকে আলাদা করে দেয়। কোনো তালাক নামা আমরা পাইনি। তিনটি শিশু সন্তান নিয়ে আমার বোন আলাদা থাকে। অন্য বিয়ে সে করে নি। চল্লিশ বৎসর পরে বোনের স্বামী এসে আমার বোনের সাথে বসবাস করতে চান। বলেন তিনি এক তালাক দিয়েছিলেন, কাজী ডেকে আবার বিয়ে করে নেবেন। আমার বোন গত চল্লিশ বৎসরের ভরণপোষণ তার কাছ থেকে পাবে কি? আলাদা শহরে আলাদা থাকলেও স্বামীর জমিতে থাকতে পারবে কি ?

উত্তর

জ্বী, এক তালাক দিলে আবার বিয়ে করতে পারবেন। আপনার বোন তালাক পরবর্তী ইদ্দতের সময়ের ভরণপোষণ পাবেন। ইদ্দত হলো ৩টি পিরিয়ড। তবে শিশু সন্তানগুলো বালেগ হওয়ার আগের বয়স পর্যন্ত ভরনপোষণ পাবে। স্বামী যদি থাকার জন্য আলাদা শহরে আলাদা জমির ব্যবস্থা করেন তাহলে সেখানেই থাকবে।