As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5879

প্রশ্ন

প্রশ্ন: আসসালামু আলাইকুম । মেয়েদের জন্য খালু কী মাহরাম ব্যাক্তি? স্ত্রীর বোনের মেয়ের সাথে বিবাহ কী জায়েজ।

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। না, মেয়েদের জন্য খালু মাহরাম ব্যক্তি না। মেয়েরা খালুর সামনে পর্দা করবে।

স্ত্রী মারা গেলে স্ত্রীর বোনের সাথে বিবাহ জায়েজ। স্ত্রী থাকা অবস্থায় স্ত্রীর বোনকে বিবাহ করা যাবে না।