As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5868

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 ফেব্রু. 2022

প্রশ্ন

আমি মেয়ে অবিবাহিত বয়স ২৬। পারিবারিক ভাবে বিয়ের জন্য পাত্রে খোঁজা হচ্ছে। তবে ব্যক্তিগত ভাবে পাত্র হিসেবে একটু পরিশ্রমি ছেলেই পছন্দ করি যারা খুব সাধারণ। তবে তা আমার বাবা মা পছন্দ করেন না। তারা যে কোন পেশাদার পাত্র যাদের প্রচুর অর্থ সম্পদ আছে তাদেরকে বিয়ে করার জন্য রীতি মতো আমাকে জোর করেন। অনেক রাগা রাগি বা তাদের ঠান্ডা ভাবে বুঝানোর চেষ্টা করে ও আমি পারি নি। যত দিন পার হচ্ছে আমার জন্য তাদেরকে বুঝানো কঠিন হচ্ছে। এই ক্ষেত্রে ইসলামিক ভাবে আমার করনিও কি?

উত্তর

নিজের পছন্দের সাথে সাথে পরিবারের পছন্দেটাও আপনাকে গুরুত্ব দিতে হবে। কেমন ছেলের সাথে বিয়ে হলে ভবিষ্যত ভালো হবে সেটা বেশীরভাগ সময় মেয়েদের চেয়ে অভিভাবকরা ভালো বোঝে। সুতরাং পাত্র যদি ইসলাম মেনে চলে, নামায রোজা করে, হালাল হারাম বেছেঁ চলে তাহলে পরিবারের লোকেরা যে পাত্রের সাথে বিবাহ দিতে চায় তাহলে সেখানে বিয়ে করা উচিত হবে, যদি পাত্রের উল্লেখযোগ্য কোন সমস্যা না থাকে। আবার অভিভাবকদের জন্য এটা উচিত নয় যে, মেয়ের কোন কথা শুনে একতরফা সিদ্ধান্ত নেওয়া। উভয় পক্ষেরই ছাড় দেয়ার মানসিকত থাকতে হবে। সকলের সমন্বিত সিদ্ধান্ত বিবাহের ক্ষেত্রে অত্যন্ত জরুরী। মেয়ে রাজি না হলে তাকে বাধ্য করা যাবে না। আবার মেয়েও পিতা-মাতার যৈাক্তিক কোন সিদ্ধান্ত অগ্রাহ্য করবে না।