আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5867

বিবিধ

প্রকাশকাল: 21 ফেব্রু. 2022

প্রশ্ন

আসসালামু আ’লায়কুম, শাইখ। ১) বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী স্কুল ছুটি হয় মাগরিবের একদম কাছাকাছি সময়ে। এই অবস্থায় আসরের সালাতের ক্ষেত্রে কী করবো? আসরের সালাত কি ক্লাসে বসে আদায় করা যাবে? ২ ) শাইখ, আমাদের দেশে গণিত অলিম্পিয়াড আয়োজন করে ডাচ-বাংলা ব্যাংক। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কি জায়েজ? যদি কেউ ইতোমধ্যে এই প্রতিযোগিতা থেকে পুরস্কার পায় তবে সে কি করবে? এই বিষয়গুলোজানালে খুব উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাতের সময় মসজিদে যাওয়ার সুযোগ যদি না থাকে তাহলে যেখানে সুযোগ হয় সেখানেই আদায় করতে হবে। সালাতের জন্য মসজিদে যেতে বাধাঁ দেওয়ার কথা নয়, সুতরাং আগে অনুমতি চেয়ে দেখবেন, যদি কর্তৃপক্ষ যদি নিষেধ করে তাহলে স্কুলে পড়বেন।

২। যে প্রতিষ্ঠানে আয়ের শতভাগ হারাম বা অধিকাংশ হারাম সে সব প্রতিষ্ঠানের আয়োজিত কোন অনুষ্ঠান বা প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। সুদভিত্তিক ব্যাংকগুলোর আয়ের অধিকাংশ বা পুরোটাই হারাম। তাই তাদের আয়োজিত কোন প্রতিযোগিতায় অংশগ্রহন করা যাবে না।