As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5837

সালাত

প্রকাশকাল: 22 Jan 2022

প্রশ্ন

আমি একটি কোম্পানিতে চাকরী করি। এজন্য আমাকে প্রতিদিন একটানা ৮ ঘন্টা কাজ করতে হয়। আমি যেখানে কাজ করি সেখানে গরম থাকার কারণে আমার শরীর অতিরিক্ত ঘেমে যায় এবং এর ফলে আমার শরীরের কাপড় পুরোপুরি ভিজে যায়। যদি এ সময় সালাতের সময় হয় তাহলে কি আমি এই অবস্থায় সালাত আদায় করব নাকি করব না ? কারণ আমি যদি এই সময় সালাত আদায় না করি তাহলে সালাতের ওয়াক্ত ছুটে যাবে। উল্লেখ্য যে , আমাকে এই ৮ ঘন্টা সময়ের মধ্যে প্রতিদিন ১ ওয়াক্ত সালাত এবং ১ মাসে কমপক্ষে ৬ দিন একসাথে ৩ ওয়াক্ত করে সালাত আদায় করতে হয়। তা নাহলে এই সব সালাতের ওয়াক্ত ছুটে যাবে। এবং আমি এভাবে ভেজা শরীর ও কাপড় নিয়েই প্রতিদিন সালাত আদায় করি।

উত্তর

জ্বী, আপনি ভেজা শরীর ও কাপড়েই সালাত আদায় করতে পারবেন। কাপড় পবিত্র হলেই চলবে। কোন কারণে অপবিত্র হয়ে গেলে পাল্টে নেবেন। আল্লাহ আপনার নেক কাজের উত্তম বদল দান করুন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।