আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5838

পবিত্রতা

প্রকাশকাল: 23 জানু. 2022

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম প্রস্রাব লাগা কাপড়ের সাথে যদি পাক কাপড় ভিজিয়ে রাখা হয় এবং পরবর্তীতে সেই কাপড়গুলো পানি দিয়ে কাঁচা হয় তাহলে কি কাপড়গুলো পাক হবে? অদৃশ্যমান নাপাকি লাগা কোনো কাপড় পাক হয়েছে কিনা বুঝবো কিভাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রস্রাব লাগা কাপড়ের সাথে পাক কাপড় রাখলে সব নাপাক হয়ে যাবে। পানি দিয়ে ভালো করে তিন বার ধৌত করলে সব পাক হয়ে যাবে। তিন বার ভালো করে ধৈাত করলে অদৃশ্যমান নাপাকি লাগা কাপড় পাক হয়ে যাবে। প্রতিবার ধোয়ার পর ভালো করে চিপতে হবে। এভাবে ধোয়ার পর নতুন করে আপনাকে কিছু বুঝতে হবে না।