As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5815

জায়েয

প্রকাশকাল: 31 ডিসে. 2021

প্রশ্ন

মিশনারি কলেজে পড়া নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। বাংলাদেশে বিভিন্ন এলাকা থেকে ছেলেরা ক্যাথলিক কলেজে পড়ে, এবং অনেকে বলে ক্যাথলিক কলেজে পড়াশোনা করা সমস্যা নয় কারণ সেখানে খ্রিষ্ট ধর্মীয় সাথে সম্পর্কিত কোনও ক্লাস নেয়া হয়না। কিন্তু কলেজগুলার লোগোতে ক্রুশ থাকে। এবং ছেলেরা সেই ড্রেস পরিধান করে। অনেকে ক্রুশ মুছে ফেলে সেখানে পরে। আমার মা বাবা সেখানে পড়াতে চাচ্ছে এখন আমার করনিও কি? 

উত্তর

সরাসরি হয়তো খৃষ্ট ধর্ম নিয়ে কোন ক্লাস হয় না, কিন্তু খৃষ্ট ধর্মের একটা প্রভাব সেখানে থাকবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন সভা-সেমিনার এবং অনুষ্ঠানে এগুলো প্রকাশও পায়। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ধর্মীয় অবস্থা এমনিতেই নাজুক, তারপর আবার খৃষ্টানদের প্রতিষ্ঠিত এবং পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার করা একজন মুসলিমের জন্য কখনোই কাঙ্খিত হতে পারে না। তাই উত্তম হবে এই ধরণের প্রতিষ্ঠান পরিহার করা।