আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5814

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 ডিসে. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার আম্মুর কিছু সম্পদ আছে। আমরা তিন ভাই বোন। আমার মা সব কিছুই সমান ভাগে ভাগ করে দান পত্র করে দিতে চান। কারন আমার বড় ভাইয়ের একটু সমস্যা আছে। তার এক কন্যাও আছে। আমার বড় ভাইকে যদি তার ভাগেরটা পুরোটা দেওয়া হয় তাহলে সে সেটা পুরোটা বিক্রিও করে দিতে পারে। এতে তার মা মরা একমাত্র কন্যা বিপদে পরবে। কারন সে মাত্র ক্লাস নাইনে পড়ে। যদিও আমি আর আমার আম্মু আমার ভাতিজীকে দেখি। মানে সকল খরচ বহন করি আর আমাদের সাথে রাখি। আমার বড় ভাই এত কেয়ার করে না। সে ক্ষেত্রে আম্মু কি তার নাতনিকে বড় ভাইয়ার ভাগের হাফ দিলে গুনাহ হবে? ইসলামিকভাবে এটার সমাধান জানতে চাই। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জীবিত অবস্থায় এভাবে দানপত্র করা না জায়জ নয়। তবে এটা মিরাছ বন্টন হিসেবে হবে না। সাধারণ দান হিসেবে হবে। সাধারণ দান হওয়ার কারণে প্রয়োজনে কম বেশী করে তিনি দিতে পারবেন। তবে আম্মুর জন্য সর্বোত্তম হলো আপনার ভাতিজীকে যতটুতকু দিতে চান সেটা দানপত্র করে যাবেন আর বাকী সম্পদ তিনি মারা যাওয়ার পর মিরাছ হিসেবে আপনার পাবেন, সেটা ইসলামী আইন অনুযায়ী বন্টিত হবে। মৃত্যুর আগে বিনা প্রয়োজনে এভাবে সকল সম্পদ বন্টন করে দেওয়া উচিত নয়।