আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5752

নামায

প্রকাশকাল: 29 অক্টো. 2021

প্রশ্ন

জামায়াতে নামাজের সময়, বিশেষ করে যোহর আর আছরের সময়। হুজুর ত আস্তে আস্তে সূরা পড়ে। এখন আমার সূরা পড়ার আগে যদি হুজুর রুকুতে চলে যায়। তখন কি আমি রুকুতে চলে জাব নাকি সূরা শেষ করব। আরেকটা প্রশ্ন হইলো, শেষ বৈঠকে মাঝে মাঝে এমন হয় যে, আমি দূরুদ শরীফে আছি, হুজুর সালাম ফিরায় দিছে, তখন কী করব?

উত্তর

আপনার সূরাশেষ হওয়ার আগে ইমাম সাহেব রুকুতে গেলে আপনিও রুকুতে চলে যাবেন, তবে অল্প যদি বাকী থাকে, সেটুকু ইমাম সাহেবের সাথে রুকু পেতে কোন সমস্যা হবে না, তাহলে সেটুকু পড়ে রুকুতে যাবেন। আর শেষ বৈঠকে দরুদ, দুআ মাসূরা পড়ে আপনি একাকী সালাম ফিরাবেন।