As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5743

বিবাহ-তালাক

প্রকাশকাল: 20 Oct 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শায়েখ, যদি কেউ কোনো মজলিশে তালাকের উদাহরণ দিয়ে গিয়ে তার নিজের বউয়ের উদাহরণ দিয়ে বলে “ধরো আমার বউ তালাক দিয়ে ফালাইছি” এই কথাটা বলার সাথে সাথে স্মরণ হল এই কথাটা বলার জন্য সে মোটেও স্থির ছিল না, ভুলে বলে ফেলছে তাহলে এই কথার কারণে কি তার বউ তালাক হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, উদাহরণ হিসেবে এমন বললে তালাক হবে না।