As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5742

প্রশ্ন

আসসালামু আলাইকুম, নিজের চাচী কে বিবাহ করা কি বৈধ? শরীয়তে এর বিধান কি? আমার এক পরিচিত ভাই, তার নিজ চাচা মারা যাওয়ায়, সে এখন তার চাচীকে বিয়ে করার জন্যে উঠে পরে লেগেছে। এমতাবস্থায় এই মাস’আলা জানা খুবই জরুরী। জাযাকাল্লাহু খইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, চাচা মারা যাওয়ার পর বা চাচা চাচীকে তালাক দেওয়ার পর ভাতিজা চাচীকে বিয়ে করতে পারবে।