As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5733

হাদীস

প্রকাশকাল: 10 অক্টো. 2021

প্রশ্ন

যদি কোনো ব্যাক্তি স্বলাত ভুলে যায় কিংবা ঘুমিয়ে যায় তাহলে যখন তার স্মরণ হবে কিংবা ঘুম ভেঙে যাবে তখনই তার জন্য ওয়াক্ত। প্রশ্ন:- সেই সময়টা যদি ফজরের পরে মাকরূহ ওয়াক্ত অথবা সূর্য্যাস্তের সময় মাকরূহ ওয়াক্ত হয় তাহলে কি করতে হবে?

উত্তর

এ বিষয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। একাংশ বলেন, ঐ সময়েই পড়বে। অনেক আলেম বলেন, সূর্য উঠার পর পড়বে। হাদীসের কারণেই এই মতভেদ সৃষ্টি হয়েছে।