As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5673

প্রশ্ন

আস-সালামুআলাইকুম। ভাটায় ইট বানানো অথবা পোড়ানোর আগেই ইট ভাটার মালিকের সাথে প্রতি হাজার ইট ৭০০০ টাকা করে ক্রয়ের চুক্তি করি। চুক্তির ৫-৬ মাস পর ইট পোড়ানো/বানানোর হলে আমার ক্রয়কৃত ইট, ভাটার মালিক আমাকে বুঝিয়ে দেয়। পরবর্তীতে সেই ক্রয়কৃত ইট বাজার দর অনুযায়ী আমি বাইরে বিক্রি করি অথবা

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এটা জায়েজ। এটাকে “বায়য়ে সালাম” বলে, অর্থাৎ টাকা আগে পরিষোধ করে কিছু দিন পর পণ্য নেওয়া। তবে পণ্যের মান, পণ্য দেওয়ার সময়, পণ্যের সাথে সংশ্লিষ্ট খরচ কে বহন করবে সেগুলো স্পষ্ট করে নিতে হবে।