আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5672

বিবিধ

প্রকাশকাল: 10 আগস্ট 2021

প্রশ্ন

বীমা কম্পানী গুলো যে ক্ষতিপূরণ প্রদান করে তা গ্রহন করা হালাল কিনা? যেমন: আমি কোন ব্যক্তি বা সম্পদের বীমা করার পর ঐ ব্যক্তি মারা গেলে বা ঐ সম্পত্তি ক্ষতিগ্রস্থ হলে কম্পানি বীমাকৃত পূর্ণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে গ্রাহক কে প্রদান করে। বীমা কম্পানীতে সরাসরী চাকুরী করা অথবা এজেন্ট হিসেবে কাজ করা হালাল কিনা?

উত্তর

না, বীমা কোনম্পানী থেকে কোন ক্ষতিপূরণ নেওয়া যাবে না, বীমা করা যাবে না, বীমা কোম্পানীতে কোন চাকুরী করা বা এজেন্ট হিসেবে কাজ করা যাবে না। বীমা সম্পূর্ন না জায়েজ।