As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5641

যাকাত

প্রকাশকাল: 10 জুলাই 2021

প্রশ্ন

১. যাকাত তারিখঃ ১০ই শাওয়াল। আমার কিছু সিএনজি আছে, এগুলা আমি বিক্রি করার নিয়তে কিনি নাই, এগুলা থেকে মাসিক ইঙ্কাম করার উদ্দেশ্যে কিনেছিলাম। মাঝখানে কোভিড এর সময়ে অনেক দিন ইঙ্কাম বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে কিন্তু আগের তুলনায় ইঙ্কাম অনেক কমে গিয়েছে। এগুলা আমার ব্যাবসায়িক পণ্য। এখন এগুলার উপর আমার কি হারে যাকাত দিতে হবে? সম্প্রতি লকডাউন শেষ হবার পর থেকে প্রতিটি সিএনজি থেকে আমি মাসিক ১৫০০০ টাকা হাতে পাই। সিএনজি গুলো একজন ম্যানেজার এর কাছে দেওয়া আছে। কোনও কারণে কম ইনকাম হলে আমাকে সে কম দিবে কিন্তু সাধারণভাবে ১৫০০০ আমাকে দেওয়ার পর ও সমস্ত খরচাবলী দেওার পর যা থাকে তা সে পারিস্রমিক হিসাবে নেয়। এভাবেই কথাবার্তা হয়েছে। এক একটি সিএনজি একেকসময়ে কিনা হয়েছে। গড়ে দাম পড়েছে ১৬,৫০,০০০ এর মত। এই ক্রয়মূল্যের ২.৫% হিসাবে হলে আমার যাকাত আসে ৪১,২৫০ টাকা। একটি সিএনজি থেকে বছরে আমার আয় ১৫০০০X১২ = ১,৮০,০০০ টাকা। এই আয়ের উপর ২.৫% হিসাবে আমার যাকাত আসে ৪৫০০ টাকা। ২. আমার একজন কর্মচারীকে আমি তার কিছু ব্যাক্তিগত প্রয়োজনে কিছু টাকা ধার দিয়েছিলাম কর্জে হাসানা এর মত করে। তার সুবিধামত আমাকে ফিরত দিবার কথা ছিল। সে মাসে ফিক্সড একটা বেতন পায় আমাদের প্রতিষ্ঠান থেকে। কিন্তু তার নিজের যা সম্পত্তি আছে, তার সর্বমোট মূল্য এর চেয়ে ঋণ এর পরিমাণ বেশি। তাকে কি আমি যাকাত দিতে পারবো। যদি পারি, তাহলে অই টাকা থেকে সে আমার ঋণ পরিশোধ করে দিলে কি আমার যাকাত আদায় হবে? উল্লেখ্য, সে এখনো আমাকে ঋণ এর কোনও কিস্তি দেওা শুরু করেনাই। ৩. আমার যাকাত এর তারিখ পরিবর্তন করতে পারবো কি? কিভাবে? ৪. আমার কাছে কিছু সুদ এর টাকা আছে, এটা সয়াবের না নিয়তে কাউকে দিয়ে দিব। কোন কোন খাতে দিতে পারবো? ৫. আমার আব্বার একটা জমি আব্বা কে টাকা দিয়ে, ভাইবোন ও আম্মার অনুমতি নিয়ে আমি কিনেছি। আব্বার টাকার দরকার ছিল তখন। জমিটি আমার নামে এখনো আসেনি। আমি সেখানে ঘরবারি করার নিয়তে কিনেছি। এর উপর যাকাত কিভাবে দিব? ৬. অতিসম্প্রতি আরেকটি জায়গায় ডেভেলপার কোম্পানীর সাথে বিভিন্ন শরীকদের সাথে জমি ক্রয় ও বিল্ডিং বানানোর জন্য কিছু বুকিং মানি দিয়েছি, এখনো জমি রেজিস্ট্রেশন হয়নি, এই খাতের জন্য এখন যাকাত কিভাবে দিব? ও পরবর্তীতে (জমি রেজিস্ট্রেশনের পর ও পরবর্তীতে ফ্ল্যাট বুঝে পাওয়ার পর) কিভাবে যাকাত দিতে হবে? ৭. আমি যাকাত ফরয হওয়ার অনেক বছর পর থেকে যাকাত দেওয়া শুরু করেছি। আগের বছর গুলোর যাকাতের পুংখানুপুংখু হিসাব কি বের করা লাগবে (এটি বের করা আমার জন্য যথেষ্ট কঠিন হবে)? নাকি পরবর্তীতে সকল দান সাদাকাহ, আগের যাকাত আদায়ের নিয়তে করলে আদায় হবে? ৮. যাকাতের তারিখ থেকে কতদিনের মধ্যে যাকাত আদায় করতে হবে? কোনও সময়সীমা আছে কি? জাযাকাল্লাহ খাইরান। মোহাম্মদ ফয়সাল ২৬.০৪.২০২২

উত্তর

১। সি এন জি থেকে যে আয় আসে তার উপর যাকাত দিতে হবে। সি এন জির দামের উপর যাকাত আসবে না, আপনি সি এন জি বেচাকেনা করেন না, তাই এটা ব্যবসার সম্পদ হিসেবে গণ্য নয়। সুতরাং আপনি ১,৮০,০০০ টাকা এর যাকাত ৪৫০০ টাকা দিবেন। ২। জ্বী, আপনি কর্মচারীকে যাকাতের টাকা দিতে পারবেন এবং সে টাকা হাতে পাওয়ার পর উক্ত টাকা দিয়ে আপনার ঋন পরিষোধ করতে পারবেন। ৩। না, যাকাতের তারিখ পরিবর্তনের কোন সুযোগ নেই। নির্দিষ্ট তারিখে আপনি যাকাতের হিসাব করবেন। তবে যাকাতের টাকা ঐ তারিখের আগে পরে দিতে পারবেন। ৪। গরীব মানুষদেরকে দিয়ে দিবেন। সওয়াবের নিয়ত করবেন না। ৫। জমির উপর বা ঘর বাড়ির উপর কোন যাকাত আসে না। জমির ফসলের উপর যাকাত আসে। সুতরাং এই জমির উপর যাকাত আসবে না। ৬। বুকিং মানির কোন যাকাত দেওয়া লাগে না, ফ্ল্যাটেরও কোন যাকাত দেয়া লাগে না। তবে যদি জমি কেনা-বেচার বা ফ্ল্যাট কেনা বেচার ব্যবসা করলে তাহলে জমি এবং ফ্ল্যাটের মূল্যের উপর যাকাত আসবে। ৭। পূর্ববর্তী বছরগুলোর যাকাত দিতে হবে। যতটা সম্ভব সঠিক করে হিসাব করবেন। আর যথা সময়ে যাকাত না দেওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করবেন। ৮। সময়সীমা নেই। তবে দ্রুত আদায় করতে হবে।

বিস্তারিত জানতে