আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5642

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 জুলাই 2021

প্রশ্ন

প্রশ্নঃ আসসালামু আলাইকুম হুজুর। আমার পরিবারের সদস্য সংখ্যা ৫জন। বাবা মা আর আমরা ২ ভাই ১বোন। আলহামদুলিল্লাহ বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে সে ভালো অবস্থানে আছে। আমরা দুই ভাই এখনো বেকার। আমি এখনো পড়াশোনা করছি। এবং আমরা দুই ভাই বিবাহিত। আর বাবার বয়স ৬২। আমাদের গ্রামের বাড়ি লক্ষীপুর। কিন্তু আমার আমরা তিন ভাই বোনের জন্ম চট্টগ্রামে। এবং এখানেই এখনো ভাড়া ঘরে বসবাস করছি। চট্টগ্রামে আমার বাবার একটি দোকান আছে যা ভাড়ায় দেয়া। আলহামদুলিল্লাহ তার দিয়েই মূলত আমাদের সংসার চলে। গ্রামে আমার বাবা আলহামদুলিল্লাহ বেশ অনেক জায়গা জমি কিনে রেখেছেন। কিন্তু তিনি আমাদের থাকার জন্য কোন ঘর তৈরি করেন নি। আমার মা আমরা ছোট থাকতেই বলেছিলেন যেন বাড়িতে একটি ঘর করেন সেটা আমার বাবা করেনি। এখন যখন আমরা বড় হয়েছি এবং সবাই শহুরে জীবন যাপনে অভ্যস্ত দাদা-দাদী, নান-নানু মারা যাওয়ার পর আমরা ভাই বোনেরা গ্রামে সব সময় যাওয়াও হয় না। আম্মু বলছেন গ্রামের কিছু জমি বিক্রি করে যেন শহরে একটা জায়গা নিয়ে রাখেন। কারণ গ্রামের জমি জায়গা আমরা চিনিওনা। আল্লাহ না করুন আমার বাবা যদি না থাকেন আমরা সে জমির ঝামেলা পোহাতে পারবো না। তাছাড়া আমরা জন্মলগ্ন থেকেই শহরে ভাড়া বাসায় আছি। আমার মা এর খুব ইচ্ছে ছিলো নিজের ঘরে থাকবে। যা আমার বাবা কখনো গুরুত্ব দেননি। বাবা এখন চাইছেন যদি আমরা চাই তবে গ্রামে ঘর করবেন যখন কিনা আমরা গ্রামে থাকবো না। আর শহরে জায়গা কেনার ব্যাপারে তিনি সরাসরি দ্বিমত পোষণ করছেন। তিনি কিনবেনই না। আমার মা, ভাই বোন, আত্মীয় সবাই ওনাকে বুঝালেও আমাদের কোন কথার গুরুত্ব তিনি দিচ্ছেন না। তিনি আমাদের দুই ভাইয়ের বেকার অবস্থা নিয়ে খুব নারাজ। অথচ আমরা যথেষ্ট চেষ্টা করি। আল্লাহ চায় তো আমাদের ব্যবস্থা হয়ে যাবেই। মাঝখানে রাজী হলেও তিনি আবার মত পরিবর্তন করে ফেলেন। এতে আমার মা খুব কান্না কাটি করেন আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। যে ওইসকল জায়গা আমরা ঠিক করে চিনিও না হয়তো ভোগ করতেও কষ্ট হয়ে যাবে। তিনি তার স্ত্রী সন্তানদের মতামতকে কোন প্রকার গুরুত্বই দিচ্ছেন না। আমার বাবার এই কাজ কি তিনি ঠিক করছেন? তিনি পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা এমনকি হজ্বে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আলহামদুলিল্লাহ তিনি পরহেজগার। তার মধ্যে তার সম্পদ যে তার সন্তানদের এই মানসিকতাও কাজ করে না। কুরআন ও হাদীসের আলোকে বলবেন আমরা কি ভুল কিছু দাবী করছি? নাকি আমার বাবার কাজটি ভুল? আমাদের ভুল হলে আমরা আমাদের চাওয়া থেকে ফিরে আসবো। আমাদের একটি পরামর্শ জানাবেন হুজুর। জাযাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন-হাদীসের আলোকে আপনার বাবা কোন অপরাধী নন, তিনি কোন খারাপ কাজ বা ভুলও করছেন না। তিনি যেটাকে ভালো মনে করছেন সেটা করছেন। আপনাদের হয়তো সেটা পছন্দ হচ্ছে না। এখন তার জমি বা সম্পদ ব্যবহারের স্বাধীনত তার আছে। আপনারা সর্বোচ্চ তাকে পরামর্শ দিতে পারেন, কিন্তু চাপ দিতে পারেন না। আর গ্রামের জমিগুলো আপনারা দেখাশোনা করা শুরু করেন, আস্তে আস্তে সব চিনে ফেলতে পারবেন। শুধু আপনার বাবা নন, দেশের বহু মানুষই গ্রামের জমি বিক্রি করে কিছুতেই শহরে আসতে চান না, এটা আবেগের কারণে হয়। আপনারা গ্রামের না থাকার কারণে আপনাদের মধ্যে গ্রামের প্রতি কোন টান বা মায়া না থাকতে পারে, কিন্তু আপনার বাবার মধ্যে পূর্ণমাত্রায় রয়েছে, সুতরাং তার মতামতকে শ্রদ্ধা করুন, তাকে কিছুতেই বিরক্ত করবেন না।