As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5602

প্রশ্ন

আমার মা তার পীরের ছবি বাসায় রেখেছিলেন। আমি লুকিয়ে ফেলেছিলাম৷ তখন উনি বলেছিলেন যে তোর উপরে আল্লাহর গজব পড়বে৷ আমি বলেছিলাম যে পড়ুক। আমার কথার জন্য কি কোন কাফফারা দেয়া লাগবে।

উত্তর

না, কাফফারা দিতে হবে না, তবে “পড়ুক“ কথা বলা একদম ঠিক হয় নি। ভবিষ্যতে সাবধান হবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।