আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5601

যাকাত

প্রকাশকাল: 31 মে 2021

প্রশ্ন

মুহতারাম, আমার একটা প্রশ্ন ছিল, আমি আমার ছোট ভাই ও ভাগীনাকে না জানিয়ে তাকে যাকাত দিই, যাকাতের টাকাটা আমার বড় বোনের কাছে দিয়ে দিই, উনি সেটা জমা রাখেন, বড় বোন ছোট ভাই/ভাগিনাকে তাদের প্রয়োজনমত খরচ করতে দেন এবং কিছু টাকা তার কাছে জমা রাখেন, যাতে ভাই/ভাগিনা সব টাকা একসাথে খরচ না করে, পরে দরকার হলে যাতে কাজে লাগে/দরকারের সময় যাতে দেওয়া যায়, এভাবে যাকাত দিলে কি আমার যাকাত আদায় হবে?

উত্তর

জ্বী, তারা যদি যাকাতের হকদার হয় তাহলে এই পদ্ধতিতে যাকাত দিলেও আদায় হবে।