As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5601

যাকাত

প্রকাশকাল: 31 May 2021

প্রশ্ন

মুহতারাম, আমার একটা প্রশ্ন ছিল, আমি আমার ছোট ভাই ও ভাগীনাকে না জানিয়ে তাকে যাকাত দিই, যাকাতের টাকাটা আমার বড় বোনের কাছে দিয়ে দিই, উনি সেটা জমা রাখেন, বড় বোন ছোট ভাই/ভাগিনাকে তাদের প্রয়োজনমত খরচ করতে দেন এবং কিছু টাকা তার কাছে জমা রাখেন, যাতে ভাই/ভাগিনা সব টাকা একসাথে খরচ না করে, পরে দরকার হলে যাতে কাজে লাগে/দরকারের সময় যাতে দেওয়া যায়, এভাবে যাকাত দিলে কি আমার যাকাত আদায় হবে?

উত্তর

জ্বী, তারা যদি যাকাতের হকদার হয় তাহলে এই পদ্ধতিতে যাকাত দিলেও আদায় হবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।