As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5596

বিবিধ

প্রকাশকাল: 26 May 2021

প্রশ্ন

তারাবীর নামাজের পর সবার সাথে বিতর নামাজ পরতেই হবে এমন কোন বাধ্যবাধকতা আছে কি? আমি এ জন্য বললাম যে নবী কারীম (সা:) তো বিতর নামাজ তাহাজ্জুদদ নামাজের পর পড়তেন। আলহামদুলিল্লাহ্ আমি এ আমল টা করে আসছি। এখন বিতর নামাজ পড়তে একটু দ্বিধায় পড়ে যাই আমার কখন বিতর নামাজ পরব।

উত্তর

না, এমন কোন বাধ্যবাধ্যকতা নেই। আপনি পরে একা একা বিতর পড়তে পারবেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।